সেবাসমূহ যেভাবে পাবেনঃ
১। সরকার নির্ধারিত মূল্যে বিভিন্ন (ফসলের বীজ যেমন- ধান, গম, ভূট্টা, পাট, আলূ, ডাল ও তৈল বীজ, বিভিন্ন প্রকার সব্জী বীজ) চাষীদের নিকট সহজলভ্য করা। সরকারী, বেসরকারী বিভিন্ন প্রকল্পে চাহিদার ভিত্তিতে বীজ সরবরাহ প্রদান করা।
২। দেশের বিভিন্ন স্থানে অবস্থিত বিএডিসি’র বীজ প্রসেসিং সেন্টার হতে কেন্দ্রীয়ভাবে বরাদ্দপ্রাপ্তবীজ সংস্থার নিবন্ধনকৃত বীজ ডিলার মাধ্যমে বিতরণ ও মনিটরিং করা।
৩। হাইব্রিড বীজ উৎপাদন ও বাজারজাতকরণ।
৪। বিএডিসি’র দানা জাতীয় শস্য বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ প্রকল্প, পাট বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ প্রকল্প, আলু বীজ উৎপাদন ও সংরক্ষণ প্রকল্প, ডাল ও তৈল বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ প্রকল্প, খামার বিভাগ কর্তৃক উৎপাদিত এবং সময়ে সময়ে সরকার কর্তৃক আমদানীকৃত বিভিন্ন প্রকার বীজ কৃষকদের নিকট বিতরণ করা।
৫। প্রাকৃতিক ও অন্যান্য যে কোন কারণে দূর্যোগের পর দূর্গত এলাকায় সংস্থার আপদকালীন মজুদ প্রকল্প হতে কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে বীজ বিতরণ করা।
৬। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের বীজ কৃষকদের নিকট জনপ্রিয় করার কার্যক্রমকে ত্বরান্বিত করা।
৭। বীজ বিতরণের পর মাঠ পারফরমেন্স মূল্যায়ন, কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং যথাযথ কর্তৃপক্ষকে তথ্য ও পরামর্শ প্রদান করা।